সেবা প্রকাশনী Wiki
Advertisement

শত্রুর দিনলিপি বইটি মেজর রাহাত সিরিজের অষ্টম বই। এটি ১৯৯৯ সালে প্রকাশিত হয়।

কাহীনি সংক্ষেপ

ককেশাসের ছোট এক পাহাড়ী গ্রাম, রসথান।

পুব থেকে রাশিয়ার তেলসমৃদ্ধ অয়েলফিল্ডে যাওয়ার একমাত্র পথ। জার্মানদের ওদিকে যেতেই হবে।

কিন্তু হা হতে দেয়া যাবে না, ঠেকাতে হবে ওদের। কে ঠেকাবে? রুশরা অন্য ফ্রন্টে ব্যস্ত, এদিকে লড়ার কেউ নেই। অস্ত্র নেই ওদের, প্রযুক্তি নেই। তো?

আশিজনের বিশাল বাহিনী নিয়ে মেজর রাহাতকেই যেতে হলো, কিন্তু প্যারাড্রপিঙ্গে সঙ্গীদের প্রায় সবাইকে হারালো ও।

সমস্ত সাপ্লাইও। এখন একমাত্র ভরসা আধা প্রশিক্ষিত, আধা বুনো, একদল পার্টিজান - বেশিরভাগই মেয়ে।

ওদের নিয়ে পৃথিবীর সেরা জার্মান স্নো হান্টারদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব?

কি করে তাহলে শত্রুকে ঠেকাবে মেজর রাহাত?


প্রধান চরিত্রে

  • মেজর জেনারেল (অবঃ) রাহাত খান


বইটি সম্পর্কিত তথ্য

Advertisement